ছয় জাতি শেখ রাসেল কাপ দলগত দাবা চ্যাম্পিয়নশিপের সুপার লিগে প্রথম খেলায় বাংলাদেশ দাবা দল ২-২ গেম পয়েন্টে ড্র করেছে। টুর্নামেন্টে এটিই বাংলাদেশের প্রথম ড্র।
বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান শ্রীলঙ্কার কালুয়ারাচ্চি অচিন্তা শামেনকে পরাজিত করেন। গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন যথাক্রমে শ্রীলঙ্কার ফিদে মাস্টার লিয়ানানজে রানেনদু দিলশান ও তেন্নাকোন লিসারা সামাদিথের সঙ্গে ড্র করেন। গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন শ্রীলঙ্কার আন্তর্জাতিক মাস্টার ডি সিলভার কাছে হেরে যান। আগামীকাল সুপার লিগের নেপাল বনাম শ্রীলঙ্কার খেলা অনুষ্ঠিত হবে।
এদিকে, ইন্দোনেশিয়ার বালিতে এশিয়ান ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ রাউন্ড শেষে বালিকা অনুর্ধ্ব-১০ গ্রুপে ওয়ারসিয়া খুশবু সাড়ে চার পয়েন্ট নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। ওপেন অনুর্ধ্ব-১২ গ্রুপে ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় ৬ খেলায় সাড়ে চার পয়েন্ট নিয়ে ৪ জনের সাথে মিলিতভাবে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। ওপেন অনুর্ধ্ব-১৮ ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার ৬ খেলায় সাড়ে তিন পয়েন্ট পেয়েছেন।