বিশ্বকাপের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কাতারে পর্যটন খাতে বিনিয়োগ বাড়াচ্ছে প্রবাসী বাংলাদেশিরা। এর অংশ হিসেবে দোহা জেদিদে ওয়ার্ল্ড ওয়াইড ট্যুরস এন্ড ট্রাভেলস এর দ্বিতীয় শাখা উদ্বোধন করা হয়েছে। রবিবার কাতারে নবনিযুক্ত বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মো. কামাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে এটার উদ্বোধন করেন।
তিন বাংলাদেশি উদ্যোক্তা মোহাম্মদ আরিফ, রিয়াজুল ইসলাম ও হাবিবুর রহমান সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মো. কামাল উদ্দিন বাংলাদেশ বিমানের সেবার মান বাড়ানোর জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করার পাশাপাশি যাত্রীদের সর্বদা আরামদায়ক সেবা দিতে প্রস্তুত বলে জানান। বাংলাদেশি উদ্যোক্তারা আগামী এক সপ্তাহ টিকেটের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দেন।
কাজী শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আতাউর রহমান, তৌহিদুর ইসলাম, ইউসুফ পাটোয়ারী লিংকন, আমিন বেপারী, আবু হানিফ রানাসহ প্রবাসী বাংলাদেশিরা।