শুক্রবার , ১৪ অক্টোবর ২০২২ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

শ্রীনগরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৪ জেলেকে জরিমানা

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ১৪, ২০২২ ১২:০১ অপরাহ্ণ

Spread the love

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৪ জেলেকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ভাগ্যকুল এলাকার পদ্মা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক, বাঘড়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই জাহিদ হোসেন, ভাগ্যকুল ইউপি সচিব হামিদুল হক, ইউপি সদস্য মোশারফ হোসেন প্রমুখ। মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ভাগ্যকুলের মান্দ্রা এলাকার সাদ্দাম হোসেন, জাভেদ, আব্দুল করিম ও লৌহজং উপজেলার যশলদিয়া এলাকার হারুন সরদার নামে ৪ জেলে আটক করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরতে নদীতে নামার অপরাধে প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। জব্দকৃত নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - প্রবাস

Translate »