মার্কিন গায়িকা ও গীতিকার টেইলর সুইফটের বিরুদ্ধে গানের লাইন চুরির অভিযোগ উঠেছে। টেইলের ক্যারিয়ারের অন্যতম হিট গান ‘শেক ইট অফ’। ২০১৪ সালে প্রকাশিত হয়েছিল গানটি। ২০০১ সালে প্রকাশিত ‘প্লেয়ার্স গন’ প্লে’ গান থেকে ‘প্লেয়ার্স গনা প্লে’ ও ‘হেটার্স গনা হেট’ অংশটুকু নকল করেছেন টেইলর এমন অভিযোগ উঠেছে।
প্রথমে টেইলরের বিরুদ্ধে আনীত অভিযোগ খারিজ করে দিয়েছিলেন বিচারক। পরে গীতিকার সিন হল ও নাথান বাটলার আপিল করলে ফের অভিযোগ গ্রহণ করা হয়।
ডিস্ট্রিক্ট জজ মাইকেল ডব্লিউ ফিটজেরাল্ড বলেছেন, ‘গান দুইটির মধ্যে পার্থক্য আছে। তবে শব্দের ব্যবহার ও গানের ধারাবাহিকতায় বেশ কিছু মিলও আছে।’
অভিযোগ গ্রহণ করায় বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। তবে টেইলর কিংবা তার প্রতিনিধি এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।