ঠাকুরগাঁও প্রতিনিধি : আসন্ন দূর্গাপুজা উপলক্ষে নিরাপত্তা ও আইন- শৃংখলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে। বুধবার বিকেলে ঠাকুরগাঁও সদর থানা চত্বরে ঠাকুরগাঁও সদর থানার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেনের সভাপতিত্বে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুলতানা রাজিয়া, সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান, উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি অরুনাংশু দত্ত টিটো প্রমুখ।
এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,পৌর কাউন্সিলর , পুজা উদযাপান কমিটি নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।












