শুক্রবার , ৬ আগস্ট ২০২১ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

শনিবার থেকে সব ইউনিয়নে করোনার গণটিকা

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ৬, ২০২১ ১০:৫১ পূর্বাহ্ণ
শনিবার থেকে সব ইউনিয়নে করোনার গণটিকা

Spread the love

দেশের সব ইউনিয়নে ৭ আগস্ট থেকে করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে। এই কর্মসূচিতে তিন শ্রেণির জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হবে। তারা হলেন, ২৫ বছর বা তদুর্ধ্ব জনগোষ্ঠী, অগ্রাধিকার ভিত্তিতে পঞ্চাশোর্ধ্ব বয়স্ক জনগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠী।

শুক্রবার (৬ আগস্ট) সকালে মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস) এর সভা কক্ষে করোনা ভাইরাসের টিকা কার্যক্রম নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

সংবাদ সম্মেলনে জানান, ৭ আগস্ট দেশব্যাপী করোনার টিকাদান কার্যক্রম শুরু হবে। এই দিন ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশনে টিকা কার্যক্রম চলবে। এছাড়া ৮ ও ৯ আগস্ট দুর্গম এলাকায় এবং ১০ ও ১২ আগস্ট জোরপূর্বক বাস্তুচ্যুত মায়নমার জনগোষ্ঠী ও বয়োজেষ্ঠ্যদের মাঝে টিকা কার্যক্রম চলবে।

ইউনিয়ন পর্যায়ে টিকা কার্যক্রমকে একটি পাইলট প্রকল্প উল্লেখ করে তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলে এক দিনে কত পরিমাণে টিকা দিতে আমরা সক্ষম সেটি দেখতে চাই। প্রাথমিকভাবে ৭ থেকে ১২ আগস্টের মধ্যে ৩২ লাখ মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে আমাদের।

সারা দেশের ৪ হাজার ৯০০টি ইউনিয়নে ১ হাজার ৪৪টি পৌরসভায় এবং সিটি কর্পোরশেন এলাকার ৪০৩টি ওয়ার্ডে ৩২ হাজার ৭৮৬ জন টিকাদানকারী এবং ৪৮ হাজার ৪৫৯ স্বেচ্ছাসেবীর মাধ্যমে একযোগে এই কর্মসূচি পরিচালিত হবে।

সর্বশেষ - প্রবাস

আপনার জন্য নির্বাচিত