শনিবার , ১০ সেপ্টেম্বর ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

মিশিগানে বাংলাদেশিরা উদযাপন করলো লেবার ডে

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ১০, ২০২২ ৯:৩১ পূর্বাহ্ণ

Spread the love

যুক্তরাষ্ট্রের মিশিগানে নাচে গেয়ে আর কণ্ঠে উচ্চারিত বাংলাদেশ বাংলাদেশ স্লোগান স্লোগানে রাজপথ প্রকম্পিত করে ‘লেবার ডে দিবস’ পালন করলো প্রবাসী বাংলাদেশিরা।

গত ৫ সেপ্টেম্বর মিশিগান অঙ্গ রাজ্যের হেমট্রামিক সিটি কাউন্সিলর নাঈম চৌধুরীর নেতৃত্বে লেবার ডে দিবস উদযাপন করে অসংখ্য কর্মজীবী নারী-পুরুষ। বাদ্যযন্ত্রের সুরের মূর্ছনায় তালে তালে নেচে গেয়ে আর প্রিয় বাংলাদেশের নাম উচ্চারিত স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলে প্রবাসী বাংলাদেশিরা।

এ সময় তারা বাঁশি, তবলা বাজানো ছাড়াও লুঙ্গি পাঞ্জাবির মতো নানা রঙের নানা বাংলাদেশি পোশাক পড়লে তা আমেরিকানদের নজরে আসে। আমেরিকান সাদা-কালোরাও হাত তালি আর লাইক হিসেবে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ও হাত নেড়ে বাংলাদেশিদের উল্লাসকে স্বাগত জানায়। এ যেন এক অভূতপূর্ব দৃশ্যের সূচনা ঘটে। আনন্দে উল্লাসে ভরে উঠে হেমট্রামিকসহ পুরো মিশিগান রাজ্যের রাজপথ।

বর্তমানে প্রতি ঘন্টায় ১২/১৫/১৬/১৭/১৯ ডলার করে যে পারিশ্রমিক দেয়া হয় তা একজন শ্রমিকের কষ্টের তুলনায় খুবই নগণ্য।

এ ক্ষেত্রে আমেরিকান, বাংলাদেশি বা অন্য যে কোন দেশের শ্রমিকই হোক না কেন, বর্তমান দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমের বিনিময়ে পারিশ্রমিক হিসেবে ঘন্টা ব্যাপী মজুরি আরও অন্তত ৩০/৩৫/৫০ ডলার করে বাড়ানো হোক। তবেই ‘লেবার ডে’ উদযাপনের সার্থকতা ফুটে উঠবে।

সর্বশেষ - প্রবাস

Translate »