বুধবার , ৭ সেপ্টেম্বর ২০২২ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

কানাডায় তরুণদের মন ছুঁয়েছে টরন্টোর বাংলা রক ফেস্ট

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ৭, ২০২২ ২:২৪ অপরাহ্ণ

Spread the love

বিপুল উৎসাহ আর উদ্দীপনা এবং তারুণ্যের বাধভাঙ্গা জোয়ারের মধ্য দিয়ে কানাডার টরন্টোয় অনুষ্ঠিত হয়েছে ‘বাংলা রকফেস্ট ২০২২’। কানাডার বাংলাদেশি ব্যান্ড শিল্পীদের অংশগ্রহণে প্রথমবারের মতো আয়োজিত এই অনুষ্ঠান সকলস্তরের দর্শক শ্রোতাদের মন ছুঁয়ে কমিউনিটির সেরা এবং সফল আয়োজন হিসেবে প্রশংসিত হয়েছে সকল মহলে।

গত ২৭ আগষ্ট শহরের রেলসাইড রোডের টরেন্টো প্যাভিলিয়ন মিলনায়তনে এই উৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশি ব্যান্ড এসোসিয়েশন কানাডার সহযোগিতায় দুই তরুণ ফরহাদ আহমেদ (মিশু) ও সায়েম আহমেদের উদ্যোগে ব্রতিক্রমী এই আয়োজনে সার্বিক সহোযোগিতায় ছিলেন আসাদুন নূর, সাকিব আজাদ এবং আসিফ আহমেদ প্রকাশ।
লাক্স চ্যানেল আই সুপারস্টার রুমানা মালিক মুনমুনের উপস্থাপনায় কানাডার বাংলাদেশি ব্যান্ড শূন্য ফিচারিং “ফুয়াদ আল মুক্তাদির”, মানুষ, যান্ত্রিক, ব্যান্ডফোর, সুর ও ঝড় অংশ নেয়।

বিকেল থেকেই বিপুল সংখ্যক দর্শক শ্রোতা অনুষ্ঠানস্থলে ভিড় জমায়। গভীর রাত পর্যন্ত নেচে গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তরুণরা। আয়োজকদের নিপুণ ব্যবস্থাপনায় পুরো অনুষ্ঠানটিই সম্পন্ন হয় কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই। শিল্পীদের পারফরমেন্সের পাশাপাশি বাংলা রক ফেস্ট এর ব্যবস্থাপনা টিমের নৈপুণ্যও দর্শকদের প্রশংসা অর্জন করেছে।

‘বাংলা রক ফেস্ট’ সম্পর্কে এর অন্যতম আয়োজক ফরহাদ রিয়েল্টি ইংকের কর্নধার ফরহাদ আহমেদ মিশু তার প্রতিক্রিয়ায় বলেন, আমি এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এসেছি। আমি খেয়াল করলাম এই কমিউনিটিতে নানা ধরনের অনুষ্ঠান হয় কিন্তু একমাত্র তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে তাদের মতো করে আলাদা কোনো অনুষ্ঠানের আয়োজন হয় না। সেই চিন্তা থেকেই আমি ও সায়েম আহমেদ আলোচনা করে এই অনুষ্ঠানের উদ্যোগ নেই।

সর্বশেষ - প্রবাস

Translate »