রাশিয়াকে এক ঘরে করা সম্ভব নয় বলেই মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর প্রত্যাশার চেয়েও বেশি মাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমারা।
এ বিষয়ে পুতিন বলেন, ‘কোনো ব্যাপার না অনেকেই রাশিয়াকে একঘরে করতে চায়, তবে এটা করা একেবারেই অসম্ভব।’ ইস্টার্ন ইকোনোমিক ফোরামের পুতিন বুধবার এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘মানে পশ্চিমাদের নিষেধাজ্ঞা জ্বর হল তাদের আগ্রাসী চেষ্টার একটা ধরন। তারা এভাবে অন্য দেশগুলোর সার্বভৌম ক্ষুণ্ন করে তাদের অধীনে রাখতে চায়।’
পুতিন এই সময় আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থার রূপ বদলাচ্ছে বলেও ইঙ্গিত দিয়েছেন। তিনি দাবি করেছেন, বৈশ্বিক লেনদেনে কমেছে ডলারের চাহিদা। বিপরীতে রিজার্ভের ক্ষেত্রে আস্থা হারাচ্ছে ডলার। আর ডলারের এমন অধগামিতার দায় পুতিন চাপিয়েছেন পশ্চিমা নিষেধাজ্ঞার ওপর।