বুধবার , ১৮ আগস্ট ২০২১ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

আফগান বিষয়ে একমত পাকিস্তান, যুক্তরাজ্য ও জার্মানি

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ১৮, ২০২১ ১০:৫৫ পূর্বাহ্ণ
আফগান বিষয়ে একমত পাকিস্তান, যুক্তরাজ্য ও জার্মানি

Spread the love

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ফোনালাপ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। তালেবানদের ক্ষমতায় আসাসহ আফগানিস্তানের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করতে মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ফোন করেন তারা। খবর দ্য ডনের।

ওই ফোনালাপে তারা আফগানিস্তানের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এসময় পাকিস্তানসহ এই পুরো অঞ্চলের জন্য একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল আফগানিস্তান প্রতিষ্ঠার ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এছাড়া সার্বিক নিরাপত্তা ও মানবাধিকারসহ আফগান নাগরিকদের সব অধিকার নিশ্চিত করার ওপরও জোরারোপ করেন ইমরান।

ইমরান বলেন, বিদ্যমান সংকট কাটিয়ে আফগানিস্তানকে এগিয়ে নিতে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানই সবচেয়ে ভালো উপায়। পাকিস্তান আফগান নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছে বলেও জানান তিনি। এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়কেও যুক্ত থাকতে হবে জানান ইমরান।

বিশেষ করে আফগান জনগণকে অর্থনৈতিকভাবে সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে একমত পোষণ করেন। পাশাপাশি আফগানিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে পাকিস্তানি প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার ঘোষণাও দেন তারা।

সর্বশেষ - প্রবাস