ভারতীয় ফুটবলে ফিফার নিষেধাজ্ঞা তোলার পথ প্রশস্থ করলো সুপ্রিম কোর্ট। তিন সদস্যের কমিটি বাতিল। নির্বাচন ৪ সেপ্টেম্বরের মধ্যে।
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সুপারিশ মেনে নিলো সুপ্রিম কোর্ট। ফিফার সঙ্গে আলোচনা করে এআইএফএফ সর্বোচ্চ আদালতে জানিয়েছিল, তারা যেন তিন সদস্যের প্রশাসক কমিটি বাতিল করে। আপাতত এআইএফএফের কাজ সামলাবার দায়িত্ব কার্যনির্বাহী সম্পাদককে দেয়ার আবেদন করা হয়। সেই অনুরোধ মেনে নিয়েছে সর্বোচ্চ আদালত। আর এআইএফএফের ৩৬ সদস্যের ভোটার তালিকাও চূড়ান্ত করেছে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে নির্বাচনের সময়সীমা আরো এক সপ্তাহ বাড়িয়ে ৪ সেপ্টেম্বর করে দিয়েছে সর্বোচ্চ আদালত।
এভাবে ফিফার সব দাবিই মেনে নেওয়া হয়েছে। তৃতীয় পক্ষের হস্তক্ষেপ নয়, এআইএফএফের হাতেই ভারতীয় ফুটবলের দায়িত্বভার থাকছে। নির্বাচন দ্রুত সেরে ফেলা হচ্ছে। ভোটার তালিকায় সাবেক ফুটবলারদের সামিল করা হয়নি।