ঘনিষ্ঠ দার্শনিক গুরু হিসেবে পরিচিত আলেকজান্ডার দুগিনের কন্যা দায়রা দুগিন হত্যা নিয়ে কথা বলেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হত্যাকাণ্ডকে তিনি ‘জঘন্য’ এবং ‘নিষ্ঠুর’ বলে মন্তব্য করেছেন।
শনিবার রাজধানী মস্কোর কাছাকাছি এক অনুষ্ঠান থেকে ফেরার পথে গাড়ি বিস্ফোরণে নিহত হন দুগিন কন্যা দায়রা দুগিন। ৩০ বয়সী দায়রা পেশায় সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক ছিলেন। তার বাবা আলেকজান্ডার দুগিন কট্টর রুশ জাতীয়তাবাদী এবং প্রেসিডেন্ট পুতিনের মস্তিষ্ক হিসেবে পরিচিত।
সিএনএনের খবর অনুসারে, সোমবার পুতিন দায়রা দুগিনের মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানান।
ক্রেমলিনের টেলিগ্রাম বার্তায় প্রকাশিত বিবৃতিতে পুতিন বলেন, ‘জঘন্য ও নিষ্ঠুর হামলায় দায়রা দুগিনের জীবন অবসান হয়েছে। দায়রাকে পুতিন মেধাবী, প্রকৃত রুশ হৃদয়সম্পন্ন, দয়ালু, প্রণয়িনী, সহানুভূতিশীল এবং অকপট উল্লেখ করে বলেন, একজন সাংবাদিক, বিজ্ঞানী, দার্শনিক, যুদ্ধ প্রতিনিধি যিনি সততার সঙ্গে পিতৃভূমিকে সেবা দিয়েছেন। দেশপ্রেমিকের অর্থ কী, কর্মের মাধ্যমে দায়রা দুগিন তার প্রমাণ দিয়ে গেছেন।’
এদিকে সোমবার রাশিয়ার নিরাপত্তা কর্মকর্তারা ঘটনার জন্য ইউক্রেনকে দায়ী করেছেন। তারা জানিয়েছেন, ইউক্রেনীয় গোয়েন্দা কর্মকর্তারা একজন নারীর মাধ্যমে এই হত্যাকাণ্ড সংঘটিত করেছেন। দায়রার গাড়িতে পেতে রাখা বোমা রিমোর্ট কন্ট্রোলে বিস্ফোরণ ঘটানোর পর অভিযুক্ত নারী এস্তোনিয়ায় পালিয়ে যান।
তবে ইউক্রেন রাশিয়ার অভিযোগ অস্বীকার করেছে। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা বাহিনীর মুখপাত্র রুজলান মুজিচুক সোমবার সিএনএনের কাছে বলেন, এখন তারা এটা নিয়ে মন্তব্য করবেন না।