রবিবার , ২১ আগস্ট ২০২২ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

২৭ বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার করলো ভারতীয় উপকূল রক্ষী বাহিনী

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ২১, ২০২২ ৪:২০ অপরাহ্ণ

Spread the love

প্রাকৃতিক দুর্যোগে বঙ্গোপসাগরে আটকে পড়া ২৭ জন বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার করেছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী (আইএসজি)। গত দুদিনের ম্যারাথন তল্লাশি অভিযানে একাধিক ট্রলারে আটকে পড়া এই মৎস্যজীবীদের উদ্ধার করল আইএসজি।

আইএসজি সূত্রে জানা গেছে, শনিবার অভিযান চালিয়ে প্রথমে ১০ বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার করে তারা। পরে রবিবার ফের উদ্ধার করা হয় ১৭ জনকে। উদ্ধারকৃত মৎস্যজীবীরা উপকূল রক্ষী বাহিনীর সদস্যদের কাছে জানিয়েছে, গত ১৬ আগস্ট বাংলাদেশের মংলা সমুদ্র বন্দর থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে বের হন তারা। এরপর গত ১৯ আগস্ট মাঝ সমুদ্রে তারা সকলেই ঘূর্ণিঝড়ের মুখে পড়েন।
জানা যায়, মোট তিনটি ট্রলার ছিল। এর মধ্যে দুটি ট্রলার ঝড়ে উল্টে যায়। বাকি একটি ট্রলারকে উদ্ধার করা সম্ভব হয়। এর পরই ওই নৌকায় থাকা মৎস্যজীবীরা পানিতে সাঁতরাতে থাকেন।

বাহিনী সূত্রে খবর, দুর্যোগের সময় থেকেই একদিকে আকাশ পথে অনুসন্ধানের কাজ চালাচ্ছিল ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর ডর্নিয়ার এয়ারক্রাফট। অন্যদিকে গভীর সমুদ্রের বিচ্ছিন্ন এলাকায় অভিযান চালাচ্ছিল বাহিনীর দুটি উদ্ধারকারী জাহাজ আইসিজিএস আনমোল (ICGS ANMOL) এবং আইসিজিএস ভরত (ICGS VARAD)। রবিবার সকালে গভীর সমুদ্রে ভারত-বাংলাদেশ জলসীমার কাছে ভারতীয় জলসীমায় তাদের উদ্ধার করা হয়েছে।

আইএসজি পশ্চিমবঙ্গের ডিআইজি পঙ্কজ ভার্মা জানান, উদ্ধার করা মৎস্যজীবীরা বাহিনীর উদ্ধারকারী জাহাজে আছে। তাদের পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় নিয়ে আসা হচ্ছে। রবিবারই স্থানীয় পুলিশ প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে এবং তার প্রক্রিয়া চলছে। দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে পরবর্তী সময়ে তাদের বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

সর্বশেষ - প্রবাস

Translate »