চীনের জনপ্রিয় টিকটক তারকা সিওয়াও কিউমেই (২৩)। ১৬০ ফুট উঁচু একটি ক্রেনে উঠে তিনি সরাসরি ভিডিও রেকর্ডিং করছিলেন। হঠাৎ সেখান থেকে পড়ে মারা গেছেন তিনি।
জানা গেছে, একজন ক্রেন অপারেটর হিসেবে সামাজিক মাধ্যমে নিজের ভিডিও শেয়ার করতেন তিনি নিয়মিত। কিন্তু সেই ক্রেন থেকে পড়েই তিনি মারা গেছেন চীনের কুঝৌয়ে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তিনি যখন ক্রেনের মাথায় একটি কেবিনে বসে ক্যামেরার সামনে কথা বলছিলেন, তখন নিচে পড়ে যান তিনি।
ফুটেজে দেখা গেছে, ক্যামেরার ছবি হঠাৎ করেই ঘোলা, এলোমেলো দেখাচ্ছে। লন্ডনের একটি ট্যাবলয়েড পত্রিকার খবর অনুযায়ী, তার পরিবার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
দুই সন্তানের জননী সিওয়াও। টিকটক করতে গিয়ে তাদেরকে রেখেই তিনি মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৫টা ৪০ মিনিটে মারা যান।