বর্তমানে চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়েছে যাচ্ছে পাকিস্তান। দেশটিতে এরই মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি সংকট দেখা দিয়েছে। হু হু করে বাড়ছে মূল্যস্ফীতি। এমতাবস্থায় খাবারের যোগান দিতে না পারায় পাকিস্তানের একটি চিড়িয়াখানা সংগ্রহে থাকা ১২টি সিংহ নিলামে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
পাকিস্তানের সবচেয়ে জনবহুল ও অগ্রসর প্রদেশ পাঞ্জাবের রাজধানী লাহোরের চিড়িয়াখানা ‘লাহোর সাফারি জু’কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
চিড়িয়াখানার উপ-পরিচালক তানভির আহমেদ জানজুয়া পাকিস্তানের জাতীয় দৈনিক ‘ডন’কে এ সম্পর্কে বলেন, “আমাদের সংগ্রহে বর্তমানে ২৯টি সিংহ রয়েছে। এর মধ্যে ১২টিকে আমরা নিলামে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগামী ১১ আগস্ট চিড়িয়াখানা চত্বরে হবে এই নিলাম আয়োজন।”
এই পদক্ষেপ নেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, “বাজারে প্রতিদিনই মাংসের দাম বাড়ছে।এদের প্রতিদিনের খাদ্য যোগান দেওয়ার মতো বাজেট বর্তমানে আমাদের কাছে নেই।”