সোমবার , ১৬ আগস্ট ২০২১ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

সব মোছা যায় না

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ১৬, ২০২১ ৯:৪৩ পূর্বাহ্ণ
সব মোছা যায় না

Spread the love

ভক্তরা কর গুনে বলে দিতে পারেন, কোন তারকার হাঁড়ির কী হাল! এতটাই খুঁটে খুঁটে পর্যবেক্ষণ করেন তারকাদের জীবন। তাঁদের ইগল চোখে কোনো কিছুই বাদ যায় না। এই যেমন শনিবার তাঁদের চোখে ধরা পড়েছে, ইনস্টাগ্রাম থেকে অ্যালেক্স রড্রিগেজের সব চিহ্ন মুছে দিয়েছেন জেনিফার লোপেজ। লোপেজের ইনস্টাগ্রাম ঘুরে আসুন। বুঝতেই পারবেন না, একসময় রড্রিগেজ নামের কোনো মানুষের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। চার মাসের বেশি হয় রড্রিগেজের সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে। জেলো এখন বেন অ্যাফ্লেকে বুঁদ।

শুধু তাই নয়, সাবেক এই প্রেমিককে আর অনুসরণও করেন না লোপেজ। ১ হাজার ৩১৪ জনকে এ মুহূর্তে অনুসরণ করছেন জেলো। তার মধ্যে নেই অ্যালেক্স রড্রিগেজ। অন্যদিকে শনিবার রাত পর্যন্ত পাওয়া তথ্যমতে রড্রিগেজ কিন্তু ঠিকই লোপেজকে অনুসরণ করছেন।

তবে মুছে দিয়েও যেন সব মুছে দেওয়া যায় না। যেসব ছবিতে বাচ্চাদের সঙ্গে অ্যালেক্স আছে, সেগুলো এখনো রেখে দিয়েছেন লোপেজ। গত বছর মার্চ মাসের একটি ভিডিওতে জেলোর ছেলে ম্যাক্সের সঙ্গে রড্রিগেজকে দেখা গেছে। সেটি এখনো আছে। আছে রড্রিগেজের দুই মেয়ে নাটালিয়া ও এলার ছবি।

রড্রিগেজ নেই। সেই শূন্যস্থানে বসেছে বেন অ্যাফ্লেকের ছবি। লোপেজের জন্মদিনে তাদের সম্পর্কের অফিশিয়াল ঘোষণাই যেন হয়ে গেল। ওই দিন ‘ওয়েটিং ফর টুনাইট’ গায়িকা একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা গেল, ছুটির আমেজে ইয়টে বেনিফার। প্রথম তিন ছবিতে একা জেনিফার। আর শেষ ছবিতে দুজনে ঘনিষ্ঠ। যা বলে দেয়, অতীত মুছে বর্তমানেই চোখ জেনিফারের। সূত্র: ইউএস উইকলি

সর্বশেষ - প্রবাস