শুক্রবার , ৩০ জুলাই ২০২১ | ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

টিকাদানে ব্যাপক সাফল্য তুরস্কের, ৮ কোটি জনসংখ্যার ৭ কোটির টিকা সম্পন্ন!

প্রতিবেদক
Probashbd News
জুলাই ৩০, ২০২১ ৮:১৮ পূর্বাহ্ণ
টিকাদানে ব্যাপক সাফল্য তুরস্কের, ৮ কোটি জনসংখ্যার ৭ কোটির টিকা সম্পন্ন!

Spread the love

করোনাভাইরাস মোকাবিলায় টিকাদান কর্মসূচিতে ব্যাপক সাফল্য দেখিয়েছে তুরস্ক। ইতোমধ্যে প্রায় ৮ কোটি ৩০ লাখ জনসংখ্যার দেশটিতে ৭ কোটি ১১ লাখের বেশি ডোজ টিকাদান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবারের তথ্যের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদলু এজেন্সি জানায়, জানুয়ারিতে টিকাদান কর্মসূচি চালু করার পর এখন পর্যন্ত ৭ কোটি ১১ লাখের বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে।

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে জোরদার টিকা কর্মসূচির অংশ হিসেবে দেশটিতে বর্তমানে ১৮ বছর বয়স হলেই নাগরিকদের টিকা দেওয়া হচ্ছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত চার কোটির বেশি তুর্কি নাগরিক টিকার প্রথম ডোজ পেয়েছেন। আর দুই কোটি ৬০ লাখের বেশি নাগরিক টিকার দ্বিতীয় ডোজও পেয়েছেন।

সর্বশেষে ২৪ ঘণ্টায় ১৩ লাখের বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত প্রাপ্ত বয়স্কদের ৬৫ দশমিক ২৪ ভাগ টিকা পেয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় আরও ২২ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৬০ জন করোনা রোগী।

সংক্রমণ কমে আসায় এবং টিকাদান কর্মসূচি জোরদার হওয়ায় মহামারী সংশ্লিষ্ট বিধিনিষেধ তুলে দিয়ে গত ১ জুলাই থেকে ‘নতুন স্বাভাবিক’ অবস্থায় ফিরেছে এশিয়া-ইউরোপের স্থল সংযোগের দেশটি।

সর্বশেষ - প্রবাস