মঙ্গলবার , ১ মার্চ ২০২২ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ইউরো বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে ‘গৌরবের ৭০ বছর’ শীর্ষক সভা

প্রতিবেদক
Probashbd News
মার্চ ১, ২০২২ ৭:৫৮ পূর্বাহ্ণ
ইউরো বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে ‘গৌরবের ৭০ বছর’ শীর্ষক সভা

Spread the love

ইউরো-বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘গৌরবের ৭০ বছর’ আমাদের করণীয় শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭ ফেব্রুয়ারি স্থানীয় সময় বিকেল ২টা ৩০ মিনিটে সংগঠনটির সভাপতি তাইজুল ইসলাম ফয়েজের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরীর পরিচালনায় আলোচনায় সংগঠনের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক রিয়াজুল ইসলাম কাওছার, আন্তর্জাতিক কলামিস্ট ও আয়ারল্যান্ডের কর্মরত চিকিৎসক ডা. জিন্নুরাইন জায়গীরদার, ফিনল্যান্ডে কর্মরত শিক্ষাবিদ, লেখক ও গবেষক সাংবাদিক ড. মুজিবুর দফতরি, লন্ডনে কর্মরত সিনিয়র সাংবাদিক নুরে আলম রব্বানী, সহ-সভাপতি সৈয়দ মেহেদি রাসেল, তাজ উদদীন, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে আজাদ উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জাবের আহমদ, লেখক ও সাংবাদিক সৈয়দ মুনতাছির রিমন, অভিবাসন বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, মানবাধিকার বিষয়ক সম্পাদদক হামিদুল ইসলাম, ইউরো-বাংলা প্রেসক্লাব গ্রিসের সাধারণ সম্পাদক নিরব আহমদ রুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, সাংগঠনিক সম্পাদক জাবেদ মাহমুদ, ইউরো-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সহ সভাপতি মো. নাজমুল হকসহ অন্যান্য নেতারা।

ভাষা দিবসের আলোচনায় বক্তারা বলেন, প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মদের মধ্যে বাংলা ভাষা চর্চায় গুরুত্ব দিতে হবে অন্যথায় এক সময় তাদের কাছ থেকে বাংলা ভাষা ও সংস্কৃতি হারিয়ে যাবে। নেতারা রাশিয়া- ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের বিরতি কামনা করে বলেন, জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার জন্য আহ্বান জানান।

সভায় ভাষা শহীদদের ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন, হাসান শাহরিয়ার, কলম সৈনিক পীর হাবিবুর রহমানের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন চিকিৎসক ডা. জিন্নুরাইন জায়গীরদার। রিয়াজুল ইসলাম কাওছার ও চিকিৎসক জিন্নুরাইন জায়গীরদারের লেখা বই থেকে কবিতা পাঠ করেন কবি এ কে আজাদ।

সর্বশেষ - প্রবাস