বুধবার , ৩ আগস্ট ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

পোল্যান্ডের দেওয়া অস্ত্র গুঁড়িয়ে দিলো রাশিয়া

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ৩, ২০২২ ১১:২৬ পূর্বাহ্ণ

Spread the love

ইউক্রেনের লভিল অঞ্চলে এক অস্ত্রভাণ্ডারে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে ওই ভাণ্ডারে রাখা পোল্যান্ডের দেওয়া অস্ত্র ধ্বংস হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করেছে। বুধবার (৩ আগস্ট) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তবে রুশ মন্ত্রণালয়ের এই দাবি নিয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষনিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া আল জাজিরার পক্ষ থেকে রাশিয়ার এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১৬১ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উলটো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।

সর্বশেষ - প্রবাস

Translate »