রবিবার , ৩১ জুলাই ২০২২ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বগুড়ায় কালোমুখ হনুমান

প্রতিবেদক
Probashbd News
জুলাই ৩১, ২০২২ ১:৩৯ অপরাহ্ণ

Spread the love

কালোমুখ হনুমান, দাঁপিয়ে বেড়াচ্ছে বগুড়ার পাড়ায়-মহল্লায় । কোথা থেকে এসেছে , কিভাবে কেউ তা বলতে  পারে না । বগুড়া সদর উপজেলার গোকুল বলোকায় প্রায় এক সপ্তাহ ধরে হনুমানটি এ গাছ ও গাছ লাফিয়ে বেড়াচ্ছে ।

 

বারবার চেষ্টা করেও বনবিভাগের   কেউ না এলে এলাকার লোকজন চেষ্টা করছে তাকে ধরে বনবিভাগে পাঠানোর । কিন্তু, যতই সে চেষ্টা করা হচ্ছে ততোই হনুমানটি বদলাচ্ছে গাছ ।

 

একেক সময় একেক এলাকার বড় ও মাঝারি গাছে লাফঝাঁপ দিচ্ছে। লাফিয়ে বাড়িঘরের ছাদে ও টিনের চালায় ওঠে কিছুক্ষণ বসে পালিয়ে যাচ্ছে । নামুজা, শহরতলির গোকুল, বাঘোপাড়া, ঠেঙ্গামারা, উপশহর, নিশিন্দারা, শাহপাড়াসহ বেশ শহরের বেশ কয়েক এলাকা থেকে খবর আসছে হনুমান দর্শনের তাই এক না একাধিক সেটিও বলা যাচ্ছে না ।

গাছের কচি পাতা, কলা, মাছের সবজি এইসব খেয়ে নিজের খেয়াল খুশি মতো ঘুরছে, মানুষের কোন ক্ষতি না করলেও কৌতুহলী মানুষের ভীড় বাড়ছে দিনদিন ।

 

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পরিবেশবাদী সংগঠন টিম ফর এনভায়রনমেন্টের সদস্যরা বলছেন, বাংলাদেশে কালোমুখ হনুমান দেখা যায় যশোরের কেশবপুর ও মনিরামপুর এলাকায় সবচেয়ে বেশি । আর দেখা মেলে ভারতের পশ্চিমবঙ্গে । ধারনা করা হচ্ছে সে পথ দিয়ে আসা কোন মালবাহী গাড়িতে দলছুট হয়ে বগুড়া অব্দি এসেছে এই কালোমুখ হনেুমান । বনবিভাগে যোগাযোগ করে কোন সাড়া না পাওয়ায় তীরের সদস্যরা চেষ্টা করছে কোনভাবে তাকে উদ্ধার করে বনে ছেড়ে দেয়ার । তবে, তারা বলছেন, এ হেনুমানটিকে রক্ষা করতে হলে বনবিভাগের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন ।

সর্বশেষ - প্রবাস

Translate »