কালোমুখ হনুমান, দাঁপিয়ে বেড়াচ্ছে বগুড়ার পাড়ায়-মহল্লায় । কোথা থেকে এসেছে , কিভাবে কেউ তা বলতে পারে না । বগুড়া সদর উপজেলার গোকুল বলোকায় প্রায় এক সপ্তাহ ধরে হনুমানটি এ গাছ ও গাছ লাফিয়ে বেড়াচ্ছে ।
বারবার চেষ্টা করেও বনবিভাগের কেউ না এলে এলাকার লোকজন চেষ্টা করছে তাকে ধরে বনবিভাগে পাঠানোর । কিন্তু, যতই সে চেষ্টা করা হচ্ছে ততোই হনুমানটি বদলাচ্ছে গাছ ।
একেক সময় একেক এলাকার বড় ও মাঝারি গাছে লাফঝাঁপ দিচ্ছে। লাফিয়ে বাড়িঘরের ছাদে ও টিনের চালায় ওঠে কিছুক্ষণ বসে পালিয়ে যাচ্ছে । নামুজা, শহরতলির গোকুল, বাঘোপাড়া, ঠেঙ্গামারা, উপশহর, নিশিন্দারা, শাহপাড়াসহ বেশ শহরের বেশ কয়েক এলাকা থেকে খবর আসছে হনুমান দর্শনের তাই এক না একাধিক সেটিও বলা যাচ্ছে না ।
গাছের কচি পাতা, কলা, মাছের সবজি এইসব খেয়ে নিজের খেয়াল খুশি মতো ঘুরছে, মানুষের কোন ক্ষতি না করলেও কৌতুহলী মানুষের ভীড় বাড়ছে দিনদিন ।
বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পরিবেশবাদী সংগঠন টিম ফর এনভায়রনমেন্টের সদস্যরা বলছেন, বাংলাদেশে কালোমুখ হনুমান দেখা যায় যশোরের কেশবপুর ও মনিরামপুর এলাকায় সবচেয়ে বেশি । আর দেখা মেলে ভারতের পশ্চিমবঙ্গে । ধারনা করা হচ্ছে সে পথ দিয়ে আসা কোন মালবাহী গাড়িতে দলছুট হয়ে বগুড়া অব্দি এসেছে এই কালোমুখ হনেুমান । বনবিভাগে যোগাযোগ করে কোন সাড়া না পাওয়ায় তীরের সদস্যরা চেষ্টা করছে কোনভাবে তাকে উদ্ধার করে বনে ছেড়ে দেয়ার । তবে, তারা বলছেন, এ হেনুমানটিকে রক্ষা করতে হলে বনবিভাগের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন ।