বৃহস্পতিবার , ৩০ ডিসেম্বর ২০২১ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

টাইগারদের বিপক্ষে জীবনের শেষ টেস্ট খেলবেন তিনি

প্রতিবেদক
Probashbd News
ডিসেম্বর ৩০, ২০২১ ৮:১৮ পূর্বাহ্ণ
টাইগারদের বিপক্ষে জীবনের শেষ টেস্ট খেলবেন তিনি

Spread the love

স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আগামী ১ জানুয়ারি থেকে। এই সিরিজই হতে যাচ্ছে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপের অন্যতম স্তম্ভ রস টেলরের শেষ টেস্ট সিরিজ। অর্থাৎ টাইগারদের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে তিনি ইতি টানছেন ১৭ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের।

নিজের দেশের মাঠে খেলার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন বলে ঘোষণা দিয়েছেন এ মিডলঅর্ডার ব্যাটার। তিনি বলেছেন, বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ শেষেই ইতি টানবেন আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের। ২০০৬-এ নেপিয়ারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে যাত্রা শুরু হয়েছিল টেইলরের সেটি শেষ হচ্ছে হ্যাগলি ওভালে টাইগারদের বিপক্ষে।

আজ বৃহস্পতিবার এ নিয়ে টুইটারে এক আবেগী পোস্ট দিয়েছেন রস টেলর। তিনি লিখেছেন, ‘আগামী গ্রীষ্মে দেশের মাঠে বাংলাদেশের বিপক্ষে আরও দুটি টেস্ট এবং অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের বিপক্ষে ছয়টি ওয়ানডে খেলার শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেব। ১৭ বছরের অবিশ্বাস্য সমর্থনের জন্য আপনাদেরকে ধন্যবাদ।

টেলর জানান, আমার দেশের প্রতিনিধিত্ব করা একটি সম্মানের বিষয়। এটি একটি অসাধারণ যাত্রা এবং আমি যতদিন আমার দেশের প্রতিনিধিত্ব করেছি তার জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করছি। শ্রেষ্ঠদের সঙ্গে পথ চলা, তাদের বিপক্ষে খেলা এবং সেই পথে অনেক স্মৃতি এবং বন্ধুত্ব তৈরি করা খুবই সৌভাগ্যের বিষয়। এরপরও ভালো সময়ের অবসান হয় এবং অবসর নেওয়ার জন্য এই সময়টা আমার জন্য সঠিক মনে হয়েছে।

উল্লেখ্য, নিউজিল্যান্ডের একমাত্র ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার রেকর্ডটি টেলরের। ১১২ ম্যাচে প্রতিনিধিত্ব করার মধ্য দিয়ে বাইশ গজকে বিদায় বলবেন এই ডানহাতি ব্যাটার। এখন পর্যন্ত ১১০ ম্যাচে ৪৪ গড়ে টেইলরের সংগ্রহ ৭,৫৮৪ রান। রয়েছে ১৯টি সেঞ্চুরি। সর্বোচ্চ ইনিংসটি ২৯০ রানের। ২৩৩ ওয়ানডেতে ৪৮.২০ গড়ে ৮,৫৮১ রান করেছেন টেইলর। ২১টি সেঞ্চুরি ও ৫১টি ফিফটি রয়েছে। সর্বোচ্চ ১৮১*। আর ১০২ টি-টোয়েন্টিতে টেইলরের সংগ্রহ ১৯০৯ রান। সর্বোচ্চ ৬৩। 

সর্বশেষ - প্রবাস