শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: “নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে শ্রীনগরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে আলোচনা সভা, মৎস্য পুরস্কার প্রদান, নির্মিত প্রামান্যচিত্র প্রদর্শন, পোনামাছ অবমুক্তকরণ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
সোমবার বেলা পৌণে ১২ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ কামরুজ্জামান, শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান প্রমুখ। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মৎস্য চাষিগণ উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্য চাষিদের পুরস্কার প্রদান, পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র্যালি বের করা হয়। আগামী ২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন সমাপ্তি হবে।