বৃহস্পতিবার , ১৪ জুলাই ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

শেখ হাসিনার জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

প্রতিবেদক
Probashbd News
জুলাই ১৪, ২০২২ ১১:৩৯ পূর্বাহ্ণ

Spread the love

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার হিসেবে সাড়ে ৭০০ কেজি আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব আনারস হস্তান্তর করেন ত্রিপুরার হর্টিকালচারের সহকারী পরিচালক ড. দিপক বৈদ্য।
১০০টি কার্টনে ভরা আনারস গ্রহণ করেন চট্টগ্রামস্থ ভারতের সহকারী হাই কমিশনের অ্যাটাচে (ভিসা) মনিষ সিং।

মনিষ সিং সাংবাদিকদের জানান, আনারসগুলো ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা পাঠিয়েছেন। এগুলো হাইকমিশনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দেওয়া হবে। এ সময় ত্রিপুরা রাজ্যের আগরতলার কাস্টমস সুপার প্রাণেশ ধর, আগরতলা বন্দর ব্যবস্থাপক দেবাশিষ নন্দী, আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ইনচার্জ আবু বকরসহ আখাউড়া ও আগরতলা স্থলবন্দরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২০ জুন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আখাউড়া স্থলবন্দর দিয়ে ৮০০ কেজি আম উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

সর্বশেষ - প্রবাস

Translate »