কবির হোসেন
ছোট্র শিশু রা নাকি জন্মের পর তারা ঘ্রান দিয়ে তার মা কে চিনে নেয় !! মেডিকেল সাইন্স বলে জন্মের পর চোখে দেখার শক্তি অল্প হলে ও ঘ্রান শক্তি অনেক থাকে যা অনেক টা দূরের ঘ্রান ও নিতে পারে !
প্রত্যেক মায়ের তার শরীরের একটা নিজস্ব ঘ্রান থাকে যা শিশুর কাছে অনেক প্রিয়,মধুর,আবেগময়,সুখের ও নিরাপদের..
পৃথিবীতে আজ ও বদি কোন নামি দামী ব্রান্ডের এমন কোন পারফিউম নেই যা মায়ের ঘ্রানের কাছাকাছি ও আসতে পারে !! কোন ও দিন এটা সম্ভব ও নয়..
মায়ের দেহ টাকে এক ঐশ্বরিক স্বর্গের সুখের ও আরামদায়ক বিছানা মনে করে সারাটি বেলা হামাগড়ি দিয়ে ক্লান্ত হয়ে মায়ের বুকে ঘুমিয়ে যায়!!
আবার জেগে উঠে কান্না করতে থাকে আর মা বুকে টেনে নিতেই ঘ্রান নিয়ে শিশু বোঝতে পারে যে এটা আমার মা ! সেই সময় টা অন্য কেউ বুকে নিলে কান্না বন্ধ হবেনা !
একটা সময় দৌড়তে শিখে,কথা বলতে শিখে,বকা ,ঝকা ও শিখে তখন কিন্তু সেন্সগুলো আর ও তিব্র থেকে তিব্রতর কাজ করে !
ভাত খেয়ে কয়জনই বা গামছা বা তাওয়ালে খোঁজে ,মায়ের আচঁলে হাত মোছে আবার খেলার জন্য দৌড় !!মা কে বকাঝকা করলে বলবে:(আজ থেকে তুই আর আমাকে মা ডাকবি না,আমি তোর মা না,তুরে রাস্তায় পাইছি পালক আনছি)ইত্যাদি….
হায়রে সে কি কষ্টের বুক ফাটা অনুভূতি !মা তো সে বুঝতে পারত !আর বলে উঠত তাহলে বল এখন থেকে আর বকা দিবি না,বলেই বুকে টেনে নিত !!
আহা কি মধুর অনুভূতি !!
হতে পারে অন্যদের চোখে মা,মোটা খাটো,লম্বা ,বেটে কালো কিন্তু নিজের মা
পৃথিবীর সেরা এবং প্রিন্সেস !পৃথিবীর সেরা সুন্দরী ও ভাল !!
মা কে যারা ভালবাসে এবং যেনে শুনে কষ্ট দেয় না
এবং সম্মান দেয় !তারাই এ গ্রহের শ্রেষ্ঠ সন্তান!!
মৃত্যূর পর ও ভালবাসার প্রিয় সন্তান গুলো গভীর ঘুমে মা কে স্বপ্ন দেখে এবং মার সাথে কথা বলে!
স্বপ্ন ভাঙতেই সুবাসিনী মা হারিয়ে যায় সেই তাঁরা গুলোর মাঝে !! আর প্রিয় সন্তান গুলো ঢেকুর মেরে কাদঁতে থাকে !!!
এবার আসি মাতৃভূমি প্রসঙ্গে :
মাতৃভূমি(মায়ের ভূমি) ! আমাদের মা যদি প্রিয় হয় !
তাহলে আমার মায়ের দেশটি প্রিয় নয় কেন?
চিকিৎসা করব বিদেশে !
ছেলে মেয়ে কে পড়াব বিদেশে!
পাহাড় সমান দুর্নীতি করে বাড়ি করব বিদেশে!
পান থেকে চুন খসতেই উদাহরন দেব বিদেশের!
খাবার ও ঔষধ খাব বিদেশের!! আর শেষ পর্যন্ত
অন্যায়,জুলুম,দুর্নীতি করে ধরা পড়ে গেলে অথবা ক্ষমতা চলে গেলে,পালিয়ে ও যাব বিদেশে!!!
ওহ ভাই থাম !কোথায় যাচ্ছ? একটু বিরতি দিন!
থামুন! ভাবুন এ প্রিয় মায়ের দেশ ছেড়ে বিদিশে না গিয়ে, মাতৃভূমি টা কে কি বিদেশ বানানো যায় না???
যে উন্নত দেশ গুলোতে আমরা পাড়ি জমাই তারা কিন্তু এক দিনে উন্নত হয়নি! তিলে,তিলে দীর্ঘ সময় ধরে অনেক সংগ্রামের মাধ্যমে ঘরে উঠেছে!
ফারাক শুধু এ টুকুই যে তারা নিজের দেশে লোটপাট
করে অন্য দেশে পালিয়ে যাবার চিন্তা টা করত না !!
শুধু একটি সরকার পরিবর্তনের মাধ্যমেই সকল সামাজিক অবক্ষয় এর পরিবর্তন আসেনা !
আসে ধীরে ,ধীরে প্রতিটি নাগরিকের সামাজিক বিপ্লবের মাধ্যমে !!
ভাল কাজ,দুর্নীতি বন্ধ প্রতিটি নাগরিক এর জীবন এ এপ্লাই করতে হবে!
সময়ের সাথে ,সাথে নিজেদের বদলাতে হবে,
না হয় সময় তার নিজস্ব রাস্তা থেকে ছোড়ে ফেলে দিবে ! ইতিহাস তাই বলে. চলুন নিজদের বদলাই !
বদলে যাবে বাংলাদেশ!
পরনিন্দা,পরশ্রীকাতরতা আর স্বস্তা বিনোদন বাদ দিয়ে,প্রতিদিন আমরা দায়িত্বশীলতার সাথে ভালো কাজ গুলোই করতে পারি!!
অন্তত কাউকে না কাউ কে শুরু করতে হবে আর না হয় মাতৃভূমি থাকবে, কিন্তু ভূমিটা এক পুষ্টিহীন,রুগা দুর্বল রুগীর মত বেচেঁ থাকবে! পরবর্তি প্রজন্ম যারা আসবে তারা ও আমাদের মত এক ই ভাবে বিদেশ মুখি হবে !!নিজের মাতৃভূমি কে হয়ত আর বিদেশ বানানো শুধুই স্বপ্ন থেকে যাবে! !
জানি এ কলাম লিখায় হয়তবা কিছুই হবেনা!!
তারপর ও নিজস্ব ভাবনা ও অনুভূতি গুলোর বহিপ্রকাশের চেষ্টা মাত্র !!!
কবির (প্রবাস থেকে)