কানাডায় সড়ক দুর্ঘটনায় আসিফ সৈয়দ (২৭) নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৯ জুলাই) রাতে কানাডার অটোয়া হাইওয়েতে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ ঘটনায় আসিফ সৈয়দের চাচাতো ভাই নওশাদ সৈয়দ ও গাড়ির চালককে গুরুতর আহত অবস্থায় অটোয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আসিফ সৈয়দ সম্প্রতি লেখাপড়া শেষ করে চাকরিতে যোগদান করেছিলেন। আসিফের গ্রামের বাড়ি বগুড়া জেলার বাদুড়তলায়।