মুসলমানের মোট দুইটি উৎসব রয়েছে তার মধ্যে ঈদুল আযহা একটি। ঈদুল আযহা মুসলমানের প্রত্যেকটি পরিবারে সুখের বন্যা বয়ে আনে। অনেকে আছে তার প্রিয় মানুষের কাছে দূরে থাকায় সে আনন্দটুকু অনলাইনের মাধ্যমে উপভোগ করতে হয়। বর্তমানে ডিজিটাল যুগে দূর থেকেও প্রিয় মানুষদের সাথে ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি করে নিতে পারো। ঈদুল আযহা মূলত কোরবানির পশু গরিব-দুঃখীদের সাদা নিয়ে একসাথে আনন্দ করাই মূল উদ্দেশ্য এছাড়া আল্লাহ তাকওয়া অর্জন করাও কোরবানির ঈদ উল আযহার মূল উদ্দেশ্য।
আমরা আশা করবো ঈদুল আযহার প্রকৃত মাহাত্ম যেন সবার অন্তরে থাকে। লোক দেখানো কোরবানী নয়, চাই সৎ উপার্জন থেকে আল্লাহকে খুশি করার জন্য কোরবানী। মনের পশুত্বকে কোরবানী।
সকলের মঙ্গল কামনা করছি।