২০১৮ সালের সেপ্টেম্বর মাসে চালু হয়েছিলো কুমিল্লা থেকে নোয়াখালী চার লেন প্রকল্পের কাজ। দীর্ঘ ৪ বছর ধরে এখনও এই কাজ চলছে।
সড়ক নির্মাণের গতি কতোটা শম্ভুক হতে পারে সেক্ষেত্রে রেকর্ড গড়েছে এই সড়ক। ধীরগতিতে খোঁড়াখুঁড়ির কারণে মাইজদী থেকে সোনাপুর আসতে
গত ২ বছর থেকে মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা।
ভুমি অধিগ্রহণের কথা বলে রাস্তার দুই পাশের দোকানসমূহকে অসম্ভব রকম ঠকানো হয়েছে বলে রয়েছে অভিযোগ। এরই মধ্যে দোকান ভাঙ্গবেনা বলে
স্থানীয় রাজনৈতিক কিছু নেতা দোকান মালিকদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা করে নিলেও সেই দোকানতো ভাঙ্গলোই উপরন্ত তাদের অনেকেই ক্ষতিপূরণের টাকাটাও পাননি।
তারপরও মানুষ চান রাস্তাটির কাজ যেন তাড়াতাড়ি শেষ হয়।