সোমবার , ২৬ জুলাই ২০২১ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

প্রতিপক্ষ ইসরাইলি দেখে খেলতেই এলেন না সুদানের খেলোয়াড়

প্রতিবেদক
Probashbd News
জুলাই ২৬, ২০২১ ১১:০৫ পূর্বাহ্ণ
প্রতিপক্ষ ইসরাইলি দেখে খেলতেই এলেন না সুদানের খেলোয়াড়

Spread the love

টোকিও অলিম্পিকে ইসরাইলকে বয়কটের মাধ্যমে ফিলিস্তিনকে সমর্থনের অনন্য নজির গড়েছেন আলজেরিয়ান মুসলিম ক্রীড়াবিদ ফাহিত নুরিন।

ইসরাইলি প্রতিপক্ষ তোহার বাটবালের বিপক্ষে লড়ার চাইতে অলিম্পিক বর্জনকেই শ্রেয় মনে করেছেন তিনি।

যার ফলস্রুতিতে প্রতিযোগিতা থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন সেই আলজেরিয়ান জুডোকা।

এবার ফাহিত নুরিনের অনুসরণ করলেন সুদানের মোহাম্মদ আব্দুল রাসুল।

সোমবার জুডো ৭৩ কেজি ইভেন্টে রাউন্ড অব ৩২-এ তার প্রতিপক্ষ ছিল ইসরাইলের তোহার বাটবাল। কিন্তু সেই রাউন্ডে অংশই নেননি মোহাম্মদ আব্দুল রাসুল।

ইসরাইলকে বয়কটের অংশ হিসেবেই এ সুদানি জুডোকা বাটবালের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বলে বলা হচ্ছে।

যদিও কী কারণে আব্দুল রাসুল খেলেননি তা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি আন্তর্জাতিক জুডো ফেডারেশন বা অলিম্পিক কর্তৃপক্ষের কেউ।

এদিকে বাটবালের বিপক্ষে না খেলায় ফাতিহ নুরিন ও তার কোচকে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক জুডো ফেডারেশন।

সে হিসেবে সুদানি জুডোকা মোহাম্মদ আব্দুল রাসুলেরও একই ভাগ্য বরণ করতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

সর্বশেষ - প্রবাস

Translate »