বৃহস্পতিবার , ৩০ জুন ২০২২ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বিদেশিদের জন্য দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ব্যয়বহুল শহর ঢাকা

প্রতিবেদক
Probashbd News
জুন ৩০, ২০২২ ১:০৫ অপরাহ্ণ

Spread the love

সূচকে ২০২২ সালে ঢাকার অবনমন ঘটেছে ৫৮ ধাপ, তবুও মার্সারের ‘কস্ট অভ লিভিং সার্ভে-২০২২’ জরিপ বলছে এখনও প্রবাসীদের জন্য বিশ্বের ব্যয়বহুল ১০০ শহরের মধ্যেই রয়েছে ঢাকা।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান মার্সার সূচক বলছে এখনও বিদেশি কর্মীদের বসবাসের জন্য দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ব্যয়বহুল শহর ঢাকা। বিশ্বের ৪০০টিরও বেশি শহরের দুই শতাধিক পণ্য ও সেবার মূল্যের ভিত্তিতে এই জরিপ চালিয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল বুধবার তারা এই ‍সূচক তালিকা প্রকাশ করেছে।

বিশ্বের ব্যয়বহুল শহরের মধ্যে বর্তমানে ঢাকার অবস্থান ৯৮। যদিও ২০২১ সালে ঢাকার অবস্থান ছিল ৪০তম। আর ২০২০ সালে ঢাকা ছিল আরও ২০ ধাপ ওপরে, মানে ২০তম অবস্থানে। ফলে শীর্ষ ব্যয়বহুল শহরের তালিকায় থাকলেও ঢাকা ক্রমশই বিদেশিদের জন্য কম ব্যয়বহুল হচ্ছে।

সূচকে দক্ষিণ এশিয়ার ব্যয়বহুল শহরের তালিকায় ভারতের মুম্বাই ১২৭তম, নয়াদিল্লি ১৫৫তম, চেন্নাই ১৭৭তম এবং বেঙ্গালুরু ১৭৮তম। সেই হিসেবে এসব শহর বিদেশি কর্মীদের জন্য ঢাকার তুলনায় কম ব্যয়বহুল।

এমনকি লাগাতার ‍অর্থনৈতিক সঙ্কট ও মুদ্রাস্ফীতির মধ্যেও শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে বিদেশিদের ব্যয় ঢাকার তুলনায় অনেকটাই কম। সূচকে কলম্বোর অবস্থান ১৮৩তম। এরপরই রয়েছে ভারতের হায়দরাবাদ ১৯২তম, পুনে ২০১তম এবং কলকাতা ২০৩তম।

দক্ষিণ এশিয়ায় বিদেশিদের জন্য সবচেয়ে কম ব্যয়বহুল শহর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং করাচি। শহর দুটির অবস্থান যথাক্রমে ২২৪ এবং ২২৩। বিশ্বের সবচেয়ে কম ব্যয়বহুল শহরের হিসেবেও শহর দুটির অবস্থান চতুর্থ এবং পঞ্চম।

সূচকে বিদেশি কর্মীদের জন্য সবচেয়ে সস্তা শহর নির্বাচিত হয়েছে তুরস্কের আঙ্কারা, কিরগিজস্তানের বিশকেক এবং তাজিকিস্তানের দুশানবে।

অন্যদিকে, বিদেশি কর্মীদের জন্য আবারও বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হয়েছে হংকং (১ম)। এরপরই সূচকে দ্বিতীয় স্থানে আছে জুরিখ (২য়), সুইজারল্যান্ডের তিন শহর জেনেভা (৩য়), বাসেল (৪র্থ) এবং বার্ন (৫ম)।

সর্বশেষ - প্রবাস

আপনার জন্য নির্বাচিত