মঙ্গলবার , ২৪ আগস্ট ২০২১ | ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

সালাহকে পাচ্ছে না মিসর

প্রতিবেদক
Probashbd News
আগস্ট ২৪, ২০২১ ১১:৪৮ পূর্বাহ্ণ
সালাহকে পাচ্ছে না মিসর

Spread the love

বিশ্বকাপ বাছাইয়ের বাকি ম্যাচগুলোতে দলের সেরা তারকা মোহামেদ সালাহকে পাচ্ছে না মিসর। তার ক্লাব লিভারপুলের পক্ষ থেকে মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশনকে এ কথা জানানো হয়েছে।

আগামী ২ সেপ্টেম্বর কায়রোতে অ্যাঙ্গোলার বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে খেলতে নামবে মিসর। তিনদিন পর নামবে গ্যাবনের বিপক্ষে। কিন্তু ভ্রমণ নিষেধাজ্ঞা থাকা যুক্তরাজ্য সরকারের লাল তালিকায় মিসর থাকায় ইংলিশ ক্লাব লিভারপুল ছাড়বে না সালাহকে।

মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ‘মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন লিভারপুলের পক্ষ থেকে একটি চিঠি পেয়েছে। জাতীয় দলের আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের আগামী ক্যাম্পে মোহামেদ সালাহকে ছাড়তে পারবে না বলে দুঃখ প্রকাশ করেছে লিভারপুল।’

‘ইংলিশ ক্লাবের এই চিঠিতে জানানো হয়েছে, মূলত বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সতর্কতামূলক ব্যবস্থার কারণেই এমনটা করতে হচ্ছে। কয়েকটি দেশ থেকে ইংল্যান্ডে ফেরত গেলে কমপক্ষে ১০ দিনের আইসোলেশন বাধ্যতামূলক রাখা হয়েছে।’

‘চিঠিতে ইংলিশ ক্লাবটি জানিয়েছে, তারা আশা করছে বাধ্য হয়ে নেয়া এই সিদ্ধান্তটার ব্যাপারটা অনুধাবন করতে পারবে মিসরীয় ফেডারেশন। এতটা সময় কোনো খেলোয়াড় কোয়ারেন্টাইনে থাকলে তার ওপর শারীরিক প্রভাব পড়বে। জানা গেছে, আরও কয়েকজন বিদেশি খেলোয়াড়ের ক্ষেত্রেও তাই একই অবস্থান নিয়েছে লিভারপুল।’

লিভারপুলে রয়েছে ব্রাজিলের তিন খেলোয়াড়- এলিসন বেকার, ফ্যাবিনহো আর রবার্তো ফিরমিনো। এই দেশটিও যুক্তরাজ্যের ভ্রমণ নিষেধাজ্ঞায় রয়েছে।

সর্বশেষ - প্রবাস