অস্ট্রেলিয়ার সিডনি উপশহর রকডেলের এক কমিউনিটি হলে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যবসায়ী জর্জ মাইকেল, লিবারেল পার্টির নেতা শাহে জামান টিটু, সাংবাদিক সালেহ উদ্দিন ও বাঙালি কমিউনিটির নেতা ও উদ্যোগতা সুহাশ আব্দুল একেএম আনসারুল হক, আনোয়ার হোসেন, কবির আহমেদ, অস্ট্রেলিয়া বিএনপি নেতা মো. শফিকুর রহমান, সাংস্কৃতিক সংগঠক এম রহমতুল্লাহ, অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের নেতা এসএম দিদার হোসেন প্রমুখ।
সভা পরিচালনা করেন শাওন অরিজিৎ।
সভায় জর্জ মাইকেল জানান, তার প্রতিষ্ঠানে চ্যারিটির অর্থ সংগ্রহের যে বক্স রয়েছে, তাতে যে অর্থ জমা পড়বে তার সঙ্গে পাঁচ গুণ অর্থ যুক্ত করে তিনি বাংলাদেশের বন্যার্তের সহায়তা করবেন।