শুক্রবার , ৭ জানুয়ারি ২০২২ | ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

মেক্সিকোর রাজ্য গভর্নর অফিসের পাশে ১০ মরদেহ

প্রতিবেদক
Probashbd News
জানুয়ারি ৭, ২০২২ ৬:৪৪ পূর্বাহ্ণ
মেক্সিকোর রাজ্য গভর্নর অফিসের পাশে ১০ মরদেহ

Spread the love

মেক্সিকোর মধ্যাঞ্চলের জাকাতেকাস রাজ্যে ফেলে যাওয়া একটি গাড়ির ভেতর থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক হয়েছে দুইজনকে।

জানা গেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ জানুয়ারি) স্থানীয় গভর্নরের কার্যালয়ের বাইরের চত্বরে ফেলে দেওয়া একটি এসইউভিতে মরদেহগুলো পাওয়া যায়।

এ ঘটনায় রাজ্যটির গভর্নর ডেভিড মনরেল সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্দেহভাজন দুই জনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, তাদেরকে মেরে লাশগুলো ঐতিহাসিক প্যালেসের সামনে রাখা হয়েছিল। ধারণা করা হচ্ছে, তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অপরাধী কর্মকাণ্ড বন্ধে সর্বোচ্চ চেষ্টা করারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

মেক্সিকোর নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় প্রশাসনকে তদন্ত কাজে সহায়তা করার জন্য লোক পাঠানো হচ্ছে।

মেক্সিকোতে দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে। সম্প্রতি বেড়ে গেছে হত্যার ঘটনাও। কাজাতেকাস রাজ্যেও মাদকচক্রগুলোর মধ্যে প্রায়ই সহিংসতার ঘটনা ঘটছে। ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত মাদক সম্পর্কিত বিভিন্ন সহিংসতায় তিন লাখের বেশি মানুষ নিহত হয়েছে মেক্সিকোতে।

সূত্র: বিবিসি

সর্বশেষ - প্রবাস

Translate »