বুধবার , ২২ জুন ২০২২ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

আসুন, সবাই মিলে তাদের পাশে দাঁড়াই

প্রতিবেদক
Probashbd News
জুন ২২, ২০২২ ৭:৫৪ পূর্বাহ্ণ

Spread the love

হঠাৎ বন্যায় দেশের সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার মানুষ সবচেয়ে বেশি ক্ষতির মুখোমুখি হয়েছে। বন্যা শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, অর্থনৈতিক ও সামাজিক বিপদও বটে। এ থেকে পরিত্রাণের উপায় বের করা অতীব জরুরি। প্রতিবছর দেশে ছোট-বড় বন্যা দেখা দেয়। অতি বৃষ্টিপাত বা উজানের ঢলকে বন্যার কারণ প্রাথমিকভাবে চিহ্নিত করা হলে তার প্রতিকারে কার্যকর পদক্ষেপ নেওয়া হয় খুব কম। দেশের পানি বিশেষজ্ঞরা সুচিন্তিত মতামত দিলেও সে মোতাবেক তেমন কোনো উদ্যোগ গ্রহণ করা হয় না । ভূ-অবস্থানগত কারণে উজানের পানি বাংলাদেশের বিভিন্ন নদ-নদী দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। তাই দেশের নদ-নদীগুলোর নাব্যতার দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে।

হঠাৎ ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে সিলেট, সুনামগঞ্জসহ দেশের অনেক জেলা পানিবন্দি। প্রাথমিকভাবে পানিবন্দিদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া এবং তাদের জন্য শুকনো খাবার সরবরাহ ও বিশুদ্ধ পানি পৌঁছানো জরুরি বলে আমরা মনে করি। সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষসহ দেশবাসী বন্যাদুর্গত এলাকার মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আসুন, আমরা বন্যার্তদের পাশে দাঁড়াই এই মুহূর্তে এটাই আমাদের মানবিক দায়িত্ব।

সর্বশেষ - প্রবাস