কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে বেসরকারিভাবে ৭২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাত। বুধবার (১৫ জুন) রাত সোয়া ৮টা পর্যন্ত ফলে এগিয়ে রয়েছেন তিনি।
৭২ কেন্দ্রের বেসরকারি ফলে আরফানুল হক রিফাত পেয়েছেন মোট ৩৩ হাজার ৭৯৩ ভোট। অপরদিকে টেবিল ঘড়ি প্রতীকে স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু পেয়েছেন ৩২ হাজার ৩২২ ভোট।
অন্যান্য প্রার্থীর মধ্যে ঘোড়া প্রতীকে নিজামউদ্দিন কায়সার ৭২ কেন্দ্রে পেয়েছেন ১৭ হাজার ৭৮৮ ভোট। এছাড়া হাতপাখা ১ হাজার ৯৪৯ ও হরিণ প্রতীকের প্রার্থী পেয়েছেন ১ হাজার ৩২১ ভোট।
নির্বাচনে মেয়র পদে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত (নৌকা), টানা দুই বারের সদ্য সাবেক মেয়র ও বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি), স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রাশেদুল ইসলাম (হাতপাখা) এবং স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান বাবুল (হরিণ) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জন এবং সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন করছেন ১০৮ জন প্রার্থী।
তৃতীয় বারের মতো এবার হচ্ছে কুমিল্লা সিটি করপোরেশনের ভোট। ২৭টি ওয়ার্ডে বিভক্ত এ সিটির মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০। নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২ এবং পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। এরমধ্যে হিজড়া ভোটার দুজন।