চট্টগ্রামে সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আগুনের ধ্বংসস্তূপ থেকে হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে পোড়া মালামালের স্তূপ থেকে হাড়গোড় উদ্ধার করা হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, উদ্ধার করা হাড়গুলোর মধ্যে শরীরের বিভিন্ন অংশের রয়েছে। তবে সেগুলো এক ব্যক্তির, নাকি বিভিন্ন ব্যক্তির, তা বোঝা যাচ্ছে না। উদ্ধার করা হাড়গুলো ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে-হাড় সেগুলো এক ব্যক্তির, নাকি বিভিন্ন ব্যক্তির।
গত ৪ জুন রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট একে একে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু ডিপোর কিছু কনটেইনারে থাকা রাসায়নিক পদার্থের কারণে দফায় দফায় বিস্ফোরণ ঘটে। পরে সেনাবাহিনীর একটি দলও ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে। আগুনে ফায়ার সার্ভিসের ৯ কর্মীসহ ৪৮ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন চার শতাধিক।