সোমবার , ৬ জুন ২০২২ | ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

আইসিসির মাসসেরা ক্রিকেটারের মনোনয়ন পেলেন মুশফিক

প্রতিবেদক
Probashbd News
জুন ৬, ২০২২ ১০:৪৪ পূর্বাহ্ণ

সদ্য সমাপ্ত মে মাসে মাত্র দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে হওয়া দুই টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন মুশফিকুর রহিম। রয়েছে দুটি সেঞ্চুরিও। দেশকে সিরিজ জেতাতে না পারলেও পারফরম্যান্স দিয়ে মন জয় করেছেন সবার। এবার সেটিরই প্রতিদান পেলেন অভিজ্ঞ এই ব্যাটার।

আইসিসির মে মাসের সেরা খেলোয়াড়ের তালিকায় মনোনয়ন পেয়েছেন মুশফিকুর রহিম। লঙ্কানদের বিপক্ষে দুই টেস্টের তিন ইনিংসে ৩০৩ রান করেছেন তিনি। রয়েছে ১০৫ ও ১৭৫ রানের দুটি অনবদ্য ইনিংস। ব্যাটারদের মধ্যে টেস্ট র‌্যাংকিংয়ে উঠে এসেছেন ১৭তম স্থানে। পাশাপাশি বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৫০০০ রানের কীর্তি গড়েছেন মুশি।

মাসসেরার তালিকায় মনোনয়ন পেয়েছেন শ্রীলঙ্কার দুই ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুস ও আসিথা ফার্নান্দো। সিরিজে সর্বাধিক ৩৪৪ রান করেছেন ম্যাথুস। রয়েছে ১৯৯ ও ১৪৫ রানের দুটি অনবদ্য ইনিংস। ব্যাটারদের মধ্যে টেস্ট র‌্যাংকিংয়ে আছেন ১৫ নম্বরে।

অন্যদিকে, আসিথা ফার্নান্দো দুই টেস্ট মিলিয়ে মোট ১৩ উইকেট ‍নিয়েছেন। এর মধ্যে দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে শিকার করেন ১০টি। যা দলকে জেতাতে সহায়তা করেছে।

সর্বশেষ - সাহিত্য

Translate »