শুক্রবার , ২৭ মে ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ঢাকা টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর মাঠ ছাড়ছে টাইগাররা

প্রতিবেদক
Probashbd News
মে ২৭, ২০২২ ৮:২৬ পূর্বাহ্ণ

Spread the love

ঢাকা টেস্টে শুক্রবার(২৭ মে) নিজদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় ১৬৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির পর ৫৩ মিনিট লড়াই করেছে টাইগাররা। ফলে দ্বিতীয় ইনিংসে ২৮ রানের লিড পায় বাংলাদেশ। আর জয়ের জন্য শ্রীলঙ্কাকে করতে হত ২৯ রান। কাজটা তাদের জন্য বেশ মামুলি ছিল। তাই মাত্র ৩ ওভারে হেসে খেলে ঢাকা টেস্টে ১০ উইকেটে জিতল শ্রীলঙ্কা। এর ফলে মিরপুরে জয়ের রেকর্ড অক্ষুন্ন রাখল লঙ্কানরা। এর আগে তারা এই মাঠে ৩ টেস্ট খেলে তিনবারই বাংলাদেশকে হারিয়েছে। এই অনুপ্রেরণায় তারা শুক্রবার টাইগারদের কোন ছাড় দেয়নি। যাই হোক এই পর্যন্ত মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ টি ম্যাচ লড়াই করে একটিও জয় পায়নি টাইগাররা।

তাছাড়া এখন পর্যন্ত ২৪টি টেস্ট ম্যাচ খেলা হয়েছে মিরপুর স্টেডিয়ামে। এখানে প্রতিপক্ষ দল জিতেছে ১৪ ম্যাচ। বাংলাদেশ প্রাণপন চেষ্টা করে জিতেছে ৬ বার, ড্র হয়েছে ৩ বার আর ১টি ম্যাচ বাতিল হয়েছে। সবশেষ ২০১৫ সালে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ ড্র হয়েছে ।

সর্বশেষ - প্রবাস

Translate »