নোয়াখালী সোনাইমুড়ীতে এক বাকপ্রতিবন্ধী পথশিশুকে ব্যাপক ঝাকঝমকপূর্ণ আয়োজনের মাধ্যমে বিয়ে দিল জয়াগের গান্ধী আশ্রম ট্রাস্ট কর্তৃপক্ষ। গান্ধী আশ্রম ট্রাস্টের উদ্যোগে বৃহস্পতিবার রাতে এ বিয়ের আয়োজন করা হয়। দীর্ঘদিন থেকে পথশিশু অনিমা দে অনুকে গান্ধী আশ্রম ট্রাস্ট লালনপালন করে আসছে। পথশিশু অনুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহায়ণ প্রকল্পের আওতায় সোনাইমুড়ী বাংলাবাজারের পাশে বঙ্গবন্ধু ভিলেজে বসবাসের জন্য একটি ঘর উপহার দেওয়া হয়েছে।
বিয়ে অনুষ্ঠানে পথশিশু অনুকে আশির্বাদ করেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। অনুষ্ঠানে গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক রাহা নবকুমার, নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রাসূল মামুন, নোয়াখালী পৌরসভার প্যানেল মেয়র রতন কৃষ্ণপাল, এনআরডিএস এর নির্বাহী প্রধান আবদুল আউয়ালসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
গান্ধী আশ্রম ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি বিচারপতি দেবেশ চন্দ্র ভট্টাচার্য্য এবং তার পত্নী সাবেক সাংসদ চিত্রা ভট্টাচার্য্য এ অনাথ পথশিশুকে তৎকালীন গান্ধী আশ্রমের সচিব শ্রীমতী ঝর্ণাধারা চৌধুরী (প্রয়াত) নিকট হস্তান্তর করেন।