মধ্যপ্রাচ্য-ইউরোপ ও আমেরিকায় বাংলা পত্রিকার সংখ্যা কম নয়। কিন্তু লক্ষ্যনীয় যে এসব পত্রিকার দুই একটি ছাড়া বাকি পত্রিকাগুলোতে প্রবাসীদের জন্য প্রয়োজনীয় সংবাদ প্রকাশ হয়না। এসব পত্রিকা জুড়ে বেশিরভাগ সংবাদই বনভোজন, সংবর্ধনার খবর। কিন্তু প্রবাসীরা চায় এসব পত্রিকায় যেন তাদের দু:খ দুর্দশার টিত্র তুলে ধরা হয়।
প্রবাস জীবনের কষ্টের কথা লিখে শেষ করা যাবেনা। তাদের সমস্যা ও সংকটের কথা বেশি বেশি আসলে কাংলাদেশ সরকার কুটনৈতিক চ্যানেলে এইসব সমস্যা সমাধানে এগিয়ে আসবে।
কিন্তু সেই হারে অনুসন্ধানী সাংবাদিকতা অনুপস্থিত। তাই আমি আহবান জানাবো, আসুন আমাদের প্রবাসী ভাইদের সমস্যা ও সম্ভাবনার খবর বেশি বেশি তুলে ধরি। সেই সাথে প্রবাসী ভাইদেরকেও বলবো আপনাদের সমস্যা আমাদেরকে জানান।