দলের জন্য সাকিবের খেলাটা খুবই জরুরী, করোনা নেগেটিভ হয়ে ফুল ফিটনেস নিয়ে চট্টগ্রাম টেস্টে খেলবেন এই অল রাউন্ডার তেমনই প্রত্যাশা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। সকালে চট্টগ্রামে গিয়ে এসব কথা বলেন পাপন ।
হঠাৎই গগন বিদারী আওয়াজে তোলপাড় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম গ্রাউন্ড, নেমে আসলো হেলিকপ্টার, ভেতরে কে বা কারা তার জন্য অপেক্ষো করতে হলো বেশিক্ষণ, একটুপরই সদলবলে নেমে আসলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বিসিবি প্রেসিডেন্টের চট্টগ্রাম আগমনের খবর আগেই জানা ছিলো টাইগার টিম ম্যানেজমেন্টের। তাইতো এম এ আজিজ স্টেডিয়ামে পাপনকে স্বাগত জানানোর জন্য তৈরি ছিলেন চিফ সিলেক্টর, নান্নু, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনরা।
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্টের জন্য দুই দলই এখন অবস্থান করছে চট্টগ্রামে। সদ্য করোনা নেগেটিভ হওয়া সাকিবের চট্টগ্রাম টেস্টে খেলা নিয়ে রয়েছে সংশয়। বিসিবি বসের প্রত্যাশা ফিটনেস টেস্টে ভালো করেই সাকিব ফিরবেন দলে।