তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জানিয়েছেন, ইসরাইল চাইলে তুরস্কের মধ্য দিয়ে ইউরোপে গ্যাস রপ্তানি করতে পারবে। তবে এজন্য কিছু শর্ত মানতে হবে।
তুরস্কের পাইপলাইন ব্যবহার করে ইউরোপে গ্যাস রপ্তানি করার জন্য ২০১৬ সালে আলোচনা করে ইসরাইল-তুরস্ক। সে সময় এই উদ্যোগ আলোর মুখ দেখেনি।
উল্টো ওই আলোচনার পর যুক্তরাষ্ট্র ইসরাইলকে প্রস্তাব দেয় সাইপ্রাসের ভেতর দিয়ে নতুন গ্যাস লাইন তৈরি করতে। আর সেই পাইপ দিয়ে ইউরোপে গ্যাস নিয়ে আসতে।২০২০ সালে এ নিয়ে একটি চুক্তিও হয়েছিল।
ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন তখন সাইপ্রাসের মধ্যে দিয়ে গ্যাস লাইন বানানোর প্রস্তাব দিয়েছিলেন। এমনকি গ্যাস লাইনটি বানানোর জন্য অর্থ দেয়ারও আশ্বাস দেন ট্রাম্প।
তবে জো বাইডেন প্রশাসন অনেকটা নিরবে এই প্রজেক্ট থেকে নিজেদের সরিয়ে নিয়েছে।
তুরস্ক দাবি করেছে, এই পাইপ লাইন বানাতে সাত থেকে আট বিলিয়ন ডলার খরচ হবে। এত খরচ হবে দেখে যুক্তরাষ্ট্র সরে গেছে।
এরপরই তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান জানিয়েছেন, ইসরাইলের গ্যাস তারা ইউরোপে নিতে আগ্রহী। তবে এজন্য মানতে হবে শর্ত।
এ ব্যপারে তুরস্কের প্রেসিডেন্ট সাংবাদিকদের সঙ্গে বলেন, ইসরাইলের গ্যাস ইউরোপে নিতে হলে শুধুমাত্র তুরস্কের মধ্যে দিয়েই নেয়া যাবে।এ বিষয়ে কি কোনো আশা আছে? তাহলে আমরা শর্তগুলো নিয়ে কথা বলার জন্য বসতে পারি।
সূত্র: মিডেল ইস্ট আই