বিভিন্ন সময় নাগরিকদের নানা অভিযোগের কথা শুনতে হয় দেশের কর্তা ব্যক্তিদের। এটা খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু সেই অভিযোগটি যদি হয় মদ খেয়ে নেশা না হওয়ার কারণে হয়! তাও আবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে! তাহলে বিষয়টি নিয়ে আলোচনা হওয়াটাই স্বাভাবিক।
রীতিমতো অবাক করা এমন ঘটনা ঘটিয়েছেন ভারতের মধ্যপ্রদেশের নাগরিক লোকেন্দ্র সোঠিয়া। লোকেন্দ্র মধ্যপ্রদেশের উজ্জয়িনীর বাসিন্দা।
হুলুস্থুল কাণ্ড ঘটানো এই ব্যক্তি ভেজাল মদের বিষয়ে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ সুপার এবং আবগারি দপ্তরের দ্বারস্থ হয়েছেন। প্রয়োজনে কনজিউমার ফোরামে অভিযোগ জানাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
লোকেন্দ্র তার রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন, তিনি দোকান থেকে কেনা এক বোতল মদের পুরোটা খেলেও তার নেশা হয়নি। এতেই তার মনে ক্ষোভ তৈরি হয়। মদে ভেজাল রয়েছে উল্লেখ করে তিনি এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
লোকেন্দ্র অভিযোগ করেন, গত ১২ এপ্রিল ক্ষীর সাগরের এক দোকান থেকে চার বোতল দেশি মদ কেনেন তিনি। বাড়ি ফিরে পুরো এক বোতল পান করেন। কিন্তু একদমই নেশা হয়নি তার। এরকম অবস্থায় অভিজ্ঞ মদ্যপায়ী লোকেন্দ্র বুঝতে পারেন তার কেনা মদে ভেজাল রয়েছে। তিনি দাবি করেন, এই মদে পানি মেশানো হয়েছে, সেই কারণেই তার নেশা হয়নি, যা একেবারেই মানতে নারাজ তিনি।
এরপরই রাজ্যের প্রশাসনের কাছে এ বিষয়ে কঠোর পদক্ষেপের আবেদন করেন লোকেন্দ্র। এমনকি আগামী ৬ জুনের মধ্যে যদি প্রশাসন কোনো ব্যবস্থা না নেয়, সেক্ষেত্রে তিনি ভোক্তা ফোরামে গিয়ে অভিযোগ জানাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। তার ভাষ্য, ক্ষীর সাগরের ওই মদ বিক্রেতা প্রীতি জয়সওয়ালের বিরুদ্ধে এমন ব্যবস্থা নিতে হবে, যাতে করে তার মতো গ্রাহকরা ভবিষ্যতে নকল মদ খেয়ে নেশা বঞ্চিত আর না হন।