বৃহস্পতিবার , ৫ মে ২০২২ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

৩৩ মাস পর নিজ নির্বাচনি এলাকায় যাচ্ছেন ওবায়দুল কাদের

প্রতিবেদক
Probashbd News
মে ৫, ২০২২ ৬:২১ পূর্বাহ্ণ

Spread the love

প্রায় তিন বছর পর নিজের নির্বাচনি এলাকা নোয়াখালী যাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।আজ নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাজাপুরে যাওয়ার কথা রয়েছে তার। পরে তিনি কবিরহাট জিরো পয়েন্টে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।অসুস্থতা ও করোনাভাইরাসের কারণে তিনি টানা ৩৩ মাস নিজ এলাকায় যেতে পারেননি। সবশেষ ২০১৯ সালের ১৩ই অগাস্ট ঈদুল আজহা উদযাপনে নোয়াখালী গিয়েছিলেন তিনি। এদিকে, তার আগমনকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। ব্যানার ফেস্টুনে দেখা গেছে আগমনী বার্তা।

কাদেরের সফরকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, সেতুমন্ত্রীর আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের জন্য তার বাড়ির সামনে মঞ্চ তৈরি করা হয়েছে। পুলিশ মঞ্চ পরিদর্শন করেছে। এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সর্বশেষ - প্রবাস

Translate »