ঈদ উদযাপন করতে এবার প্রায় দুই লাখ মানুষ যাচ্ছেন দেশের বাইরে। যাদের বড় একটি অংশের গন্তব্য ভারত।
এ ছাড়াও পছন্দের তালিকায় আছে নেপাল, মালয়েশিয়া, মালদ্বীপ, সিঙ্গাপুরের মত দেশও। করোনায় দুই বছর পর এবারই প্রথম দেশের বাইরে ঈদ উদযাপনের সুযোগ পাচ্ছেন পর্যটকরা। তবে এ সংখ্যাও স্বাভাবিক সময়ের তুলনায় কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গতকাল রবিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে দেখা যায় ঈদের আগে অনেকেই পরিবার পরিজন নিয়ে ছুটছেন দেশের বাইরে। ঈদ উদযাপনে এসব পর্যটকদের একেক জনের পছন্দ একেক দেশ।এয়ারলাইন্সগুলো বলছে, ঈদকে কেন্দ্র করে আশপাশের দেশের ফ্লাইটে বাড়ছে চাপ।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, ঈদকে কেন্দ্র করে ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও দুবাইয়ের ফ্লাইটগুলোতে চাপ বেড়েছে।
অন্যদিকে, নভোএয়ারের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের প্রধান মেজবা উল ইসলাম জানান, অতিরিক্ত চাহিদার কারণে বিমান টিকিটের মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে।
তবে, করোনার আগের অন্য ঈদের তুলনায় এবার ঈদ করতে দেশের বাইরে যাওয়াদের সংখ্যা কম।