জবাবদিহি নিশ্চিত না হলে গুম-খুনের সুষ্ঠু বিচার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপরাধী শনাক্ত হওয়ার পরও বিচার হচ্ছে না উল্লেখ করে, বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার অভিযোগ তোলেন তিনি।
দুপুরে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর পরিবারের সঙ্গে দেখা করে এসব কথা বলেন মির্জা ফখরুল। এসময় তিনি বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। ক্ষমতা স্থায়ী করতে গুম, খুনের বিচার করছে না তারা। বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক কারণেই খালেদা জিয়াকে সাজা দেয়া হয়েছে।