রাজধানীর গুলশান আজাদ মসজিদে প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেয়া হবে কেন্দ্রীয় শহিদ মিনারে।
আগামীকাল বাদ জোহর সিলেটে জানাজা শেষে সিলেটে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে।
শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্পিকার শিরিন শারমিন চৌধুরী।
আবুল মাল আবদুল মুহিত দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন। গত বছর করোনা আক্রান্তের পর থেকে শারীরিকভাবে আরো দুর্বল হয় পড়েন তিনি।
শুক্রবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে, তাকে নেয়া হয় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। সেখানে রাত ১২ টা ৫৬ মিনিটে মারা যান তিনি।