ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষিত সর্বকালের সেরা টি-টোয়েন্টি দলে ঠাঁই পেয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।
বুধবার রাতে সর্বকালের সেরা টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। মূলত, টি-টোয়েন্টি র্যাংকিংয়ে নিজেদের ক্যারিয়ারের সেরা রেটিং পাওয়াদের নিয়ে তালিকা তৈরি করেছে আইসিসি। বর্তমানে ২৩২ রেটিং নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন সাকিব। ২৭৬ রেটিং নিয়ে সবার উপরে আফগানিস্তানের মোহাম্মদ নবি।
সর্বকালের সেরা টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকার শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন। ৫৫৭ রেটিং নিয়ে সবার উপরে তিনি।