বৃহস্পতিবার , ৩ মার্চ ২০২২ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

এবার মেসি বার্গার

প্রতিবেদক
Probashbd News
মার্চ ৩, ২০২২ ৩:৩৮ অপরাহ্ণ
এবার মেসি বার্গার

Spread the love

 

বাজারএলো মেসি বার্গার। শুধু তাই নয় এই বার্গারের রেসিপিটাও ঠিক করে দিয়েছেন মেসি স্বয়ং। আবার ওইবার্গারের বিজ্ঞাপন চিত্রের মডেল হয়ে আলোচনারঝড় তুলেছেন তারকা ফুটবলার মেসি।

এই বার্গার খেলে গ্যালারীতে বসেপ্রতিপক্ষের জালে প্রিয় খেলোয়াড়মেসির দেয়া গোলের স্বাদপাওয়া যাবে এমনটা না্হলেও, এই নামে বার্গারবের করে ভক্তদের চমকেদিয়েছেন হার্ড রক ক্যাফে নামকচেইন শপ।

ইংল্যান্ডেরচেইন রেস্তোরাঁ হার্ড রক ইন্টারন্যাশনাল এর শুভেচ্ছাদূত হয়েছিলেন প্যারিস সেইন্ট জার্মেইর এই তারকা। যাদেরসঙ্গে আরও বছরেরচুক্তি করার কথা রয়েছেমেসির। এই তারকা ফুটবলারেরঅনুমতি নিয়েই তাদের ৫০ বছর পুর্তিতে এবার তার নামেবার্গার চালু করল রেস্তোরাঁটি।

তবে বাজারে আসার আগে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়েছে এই বার্গারকে। আর তত্ত্বাবধানে ছিলেন স্বয়ং মেসি। নিজের পছন্দের রেসিপি অনুযায়ী নির্বাচন করেছেন বার্গারের উপাদান। এতে রয়েছে দুটি বিফ পেটি, ডিমের মমলেট, পনির, কাটা চোরিজো, ক্যারামেলাইজড রেড অনিয়ন, লেটুস, টমেটো এবং জনপ্রিয় হার্ড রক স্মোকি সস।

ইতোপূর্বেখেলোয়াড়দের নামে বিভিন্ন খাবারচালু ছিল। যার বেশিরভাগই এনবিএ বা রাগবি তারকাদেরঘিরে। সেই তালিকায় কোনোফুটবলার ছিল না। তবেযুক্তরাজ্যের চেইন রেস্তোরাঁ হার্ডরক ক্যাফে এবার ফুটবল জাদুকরলিওনেল মেসির নামে বার্গার চালুকরেছে। যার দাম রাখাহয়েছে ১০ পাউন্ড। বাংলাদেশিমূল্যে যার পরিমাণ ১১৫০টাকা।

গত জানুয়ারি থেকে মেসি বার্গারচালু করার পরিকল্পনা সর্ম্পকেজানিয়েছিলেন রেস্তোরাঁটির প্রধান নির্বাহী জন লুকাস। তিনিসংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘বিশ্বের খ্যাতিমান ফুটবল তারকা লিওনেল মেসির সঙ্গে আমাদের জুটির আরও এগিয়ে নেওয়াটাসম্মানের বিষয়। হার্ড রকের কিংবদন্তি স্টেকবার্গার এখন তার নামেওপাওয়া যাবে।

মেসিবার্গারের ডিজাইন করা হয়েছে মূলতপিএসজির পার্টনারশিপের মাধ্যমে। সাতবার ব্যালন ডিঅর চার বার ইউয়েফা চ্যাম্পিয়ন্সলিগের টাইটেল জয়ের স্মৃতিস্বরূপ এমনউদ্যোগ।

ফুটবলপ্রাঙ্গণে যার অর্জনের ঝুলিতেআছে অসংখ্য পুরস্কার। জাদুকরী কৌশলে যিনি বারবার জিতেনিচ্ছেন শীর্ষ সব পুরস্কার। খেলারজাদুতে জিতে নিয়েছেন ব্যালনডিঅর থেকে শুরুকরে আরো অনেক পুরস্কার।মাঠের ছোটাছুটিতে তো বেশ নামডাক আছে তার, আরসেই নাম ডাকের বদৌলতেএবার মেসির সম্মানার্থেই বাজারে এলো এই  ভিন্নরকম বার্গার।

আপাতত: মায়ামি ফ্লোরিডায়  এই বার্গার পাওয়া গেলেও, অচিরেই পুরোদমে এই রেঁস্তোরার সবগুলোশাখায় পাওয়া যাবে এই বার্গার।

 

সর্বশেষ - প্রবাস