সোমবার , ২৫ এপ্রিল ২০২২ | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

১৯ বিশিষ্ট নাগরিকের প্রশ্ন: কেন প্রতিবাদকারীদের গ্রেপ্তার হতে হয়

প্রতিবেদক
Probashbd News
এপ্রিল ২৫, ২০২২ ৮:১৮ অপরাহ্ণ

Spread the love

রাজধানীর কলাবাগান তেঁতুলতলা খেলার মাঠ শিশু কিশোরদের খেলার জন্য সরকারিভাবে বরাদ্দ দেয়ার দাবি জানিয়েছেন দেশের ১৯ বিশিষ্ট নাগরিক। তারা মাঠ রক্ষা আন্দোলনের নেতৃত্বদানকারী সৈয়দা রত্না ও তার পুত্র প্রিয়াংশুকে অন্যায়ভাবে আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিদাতারা প্রশ্ন তুলেছেন, কেন কোনো প্রকার প্রতিবাদ করলে সঙ্গে সঙ্গে সেই প্রতিবাদকারীকে এ দেশে গ্রেপ্তার হতে হয়? গতকাল সোমবার নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ স্বাক্ষরিত বিবৃতিতে এ প্রশ্ন তোলা হয়। এভাবে মত প্রকাশে বাধা দেশকে স্থবির করে দিচ্ছে বলেও অভিমত প্রকাশ করেন তারা।

বিবৃতি বলা হয়েছে, পুলিশ সৈয়দা রত্না ও প্রিয়াংশুকে খেলার মাঠ দাবি আদায়ের আন্দোলন থেকে সরে আসবে এ রকম মুচলেকায় ন্যক্কারজনকভাবে স্বাক্ষর নিয়ে তাদের মুক্তি দিয়েছে বলে আমরা গণমাধ্যম মারফত জানতে পেরেছি। আমরা এই হীন মুচলেকার তীব্র প্রতিবাদ জানাচ্ছি ও একই সঙ্গে তা প্রত্যাহারের দাবি জানাই। আমরা কলাবাগান তেঁতুলতলা খেলার মাঠ হিসাবেই দেখতে চাই। কলাবাগান থানা ভবনের জন্য অন্য কোনো জায়গা খুঁজে নিয়ে ভবন নির্মাণের পরামর্শ দিচ্ছি। ঢাকা দক্ষিণের মেয়র পুলিশ প্রশাসনকে কলাবাগান থানা ভবনের জন্য অন্য কোথাও স্থান নির্ধারণের যে পরামর্শ দিয়েছেন তা আমরা সমর্থন করি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ঢাকাসহ দেশের সকল শহরে শিশু কিশোরদের পরিপূর্ণ বিকাশের উপযুক্ত মাঠ ও আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত স্থানের অপ্রতুলতার কথা সরকার ও প্রশাসনকে স্মরণ করিয়ে দিয়ে এর আশু সমাধানের দাবি জানাই।

বিবৃতিদাতারা হলেন- আব্দুল গাফ্ফার চৌধুরী, সৈয়দ হাসান ইমাম, অনুপম সেন, রামেন্দ মজুমদার, ফেরদৌসী মজুমদার, সারওয়ার আলী, আবেদ খান, সেলিনা হোসেন, আবদুস সেলিম, লায়লা হাসান, মফিদুল হক, মামুনুর রশীদ, শফি আহমেদ, শাহরিয়ার কবীর, মুনতাসীর মামুন, নাসির উদ্দীন ইউসুফ, সারা যাকের, শিমূল ইউসুফ এবং হারুণ হাবীব।

সর্বশেষ - প্রবাস