সোমবার , ২৫ এপ্রিল ২০২২ | ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

স্বামীকে হত্যার পর গাছের সঙ্গে বেঁধে রাখেন স্ত্রী

প্রতিবেদক
Probashbd News
এপ্রিল ২৫, ২০২২ ৬:৩৩ পূর্বাহ্ণ

লক্ষ্মীপুরে বাড়ির পাশে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় মিরন মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে মোশাররফ ও তার স্ত্রী জাহানারা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ
শনিবার সকালে সদর উপজেলাধীন চন্দ্রগঞ্জ থানার দিঘলী ইউনিয়নের দক্ষিণ খাগুরিয়া এলাকা তার মরদেহ উদ্ধার করা হয়। ওই গ্রামের নিজ বাড়ীর পাশের একটি বাগানের গাছের সাথে হাত ও গলা বাঁধা অবস্থায় পড়ে ছিল তার মৃতদেহ।

নিহত মিরন মিয়া ওই এলাকার মৃত আনোয়ার মিয়ার ছেলে। পারিবারিক কলহের জের ধরে তাকে শ্বাসরোধে হত্যা করেছেন স্ত্রী জাহানারা বেগম। পরে বাগানে নিয়ে মরদেহের গলায় রশি পেঁচিয়ে ও পেছন দিক থেকে দুই হাত সুপারি গাছের সঙ্গে বেঁধে রাখেন তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে রাতের যেকোন সময় বৃদ্ধ মিরন মিয়াকে হত্যা করা হয়।
সকালে বাড়ির পাশের একটি বাগানের গাছের সাথে হাত ও গলা বাঁধা অবস্থায় মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য ছেলে ও ছেলের স্ত্রীকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি ।

সর্বশেষ - সাহিত্য

Translate »